
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক অসত্য তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশীদ।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রুমিন ফারহানার জবাবে সংসদে আইনমন্ত্রী বলেছেন, ‘রুমিন ফারহানা বলেছেন সময় দেওয়া হলে তিনি আমার সব বক্তব্যের জবাব দেবেন। কিন্তু তিনি আমার কথার যে একটি জবাব দিয়েছেন, সেটি বেঠিক তথ্য। এ বিষয়ে আমি বলেছিলাম, তত্ত্বাবধায় সরকার যখন চালু হয়েছিল তখন বলা হয়েছিল পরপর ৩টা নির্বাচন এই পদ্ধতিতে হতে পারে। হাইকোর্ট বলেছিল, সংসদ যদি চায় তাহলে আরও দুটি নির্বাচন এই পদ্ধতিতে হতে পারে। সুতরাং আমি ভুল তথ্য দিইনি।’
Posted ৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar