| ০২ মার্চ ২০২১ | ১২:৪৬ অপরাহ্ণ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ভায়রা গোলাম সরোয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (২ মার্চ) সকালে দুদকের উপ-পরিচালক সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এর আগে সোমবার (১ মার্চ) বিএনপি নেতা আমীর খসরু মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমির খসরু, তার স্ত্রী তাহেরা খসরু ও ভায়রার নামে অবৈধ সম্পদ অর্জন ও মুদ্রা পাচার ছাড়াও বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসার অভিযোগ রয়েছে। তবে দুদকের তলবের পর এখনো আসেননি তাহেরা খসরু।
এর আগে দুদকের দুই তলবী নোটিশ চ্যালেঞ্জ করে বিএনপির এই নেতা আদালতে গেলে, তা খারিজ করে দেন আদালত।
প্রথম দফায় তলব করা হলে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠান তিনি। হাইকোর্টে এই রিট ‘বিচারাধীন’ জানিয়ে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ না নিতে সেখানে অনুরোধ করেন। একই বছরের ১৬ সেপ্টেম্বর ওই রিট আবেদন হাইকোর্ট বেঞ্চে তোলা হলে তা খারিজ করেন আদালত।
২০১৮ সালের অক্টোবরে আমির খসরু ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুর্নীতি দমন কমিশন।