অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর ২০১৭ | ৪:১১ অপরাহ্ণ
প্রিয়া ডায়েস, রিচি সোলায়মান ও রোমানা। তিনজনই একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন, পেয়েছিলেন জনপ্রিয়তা। বর্তমানে তারা যুক্তরাষ্ট্র প্রবাসী। তাদের পাওয়া গেল এক ফ্রেমে।
সম্প্রতি প্রিয়ার জন্মদিন উদযাপনে হাজির হয়েছিলেন রিচি ও রোমানা। তার এক ঝলক পাওয়া গেল প্রিয়ার স্বামী অভিনেতা টনি ডায়েসের ফেসবুক অ্যাকাউন্টে। তিনি কয়েকটি ছবি পোস্ট করেন, যার একটিতে দেখা যাবে তিন অভিনেত্রীকে।
জানা যায়, নিউইয়র্কের লং আইল্যান্ডে তিন তারকা এক হন। জম্পেশ আড্ডা ও খাওয়া-দাওয়ায় কাটে তাদের সময়।
২০০৯ সালে স্বামী টনি ডায়েস ও একমাত্র মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিয়া। সেখানে একটি নাচের স্কুল চালান তিনি।
রিচি বিয়ে করেন ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। তার স্বামী রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। আগস্টে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন রিচি। তার আগেই থেকে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। অবশ্য বছরখানেক আগেও রিচিকে টেলিভিশন নাটকে দেখা গেছে।
অন্যদিকে ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কে রোমানা ও ব্যবসায়ী এলিন রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর থেকে সেখানেই বসবাস করছেন ছোট ও বড়পর্দার এ অভিনেত্রী।