অনলাইন ডেস্ক: | ০৬ জুলাই ২০১৭ | ৯:৫১ পূর্বাহ্ণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আমের জুসের সাথে চেতনানাশক খাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই জুস খেয়ে গৃহবধূর স্বামী আল-আমিন গত তিন দিন ধরে মঠবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, গত রোববার রাতে উপজেলার দেবীপুর গ্রামের টুকু হাওলাদারের ছেলে দিনমজুর আল-আমিনের স্ত্রীর প্রতি লোলুপ দৃষ্টি পড়ে পার্শ্ববর্তী ভান্ডারিয়ার ইকড়ি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে সঞ্জিত রঞ্জন শীলের।
পূর্ব পরিচয়ের সূত্র ধরে বিপদে পড়েছি বলে রাতে আল-আমিনের বাড়িতে যায় সঞ্জিত। এরপর তার সঙ্গে থাকা এক বোতল আমের জুস নিজেই আল-আমিন ও তার স্ত্রীকে খেতে দেয়।
সে সময় স্ত্রী জুস না খেলেও আল-আমিন ওই ফলের জুস খায়। এরপর বারান্দায় সঞ্জিতকে ঘুমাতে দিয়ে আল-আমিন স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আল-আমিন অচেতন হয়ে পড়লে সঞ্চিত কৌশলে ঘরে ডুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় আল-আমিনের স্ত্রীর ডাক চিৎকারে সঞ্জিত পালিয়ে যায়। এই ঘটনায় ওই গৃহবধূর বাবা বুধবার জানান, এ ব্যাপারে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।