
ডেস্ক | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
দিন যতই যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে চীনে মহামারী আকার ধারণ করছে এই ভাইরাস।
এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৯৯ জন। এছাড়া আরও ৪ হাজার ২১৪ জন করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, শুধু শুক্রবারই এই ভাইরাসে আক্রান্ত মারা গেছে ৮৬ জন, যার মধ্যে ৮১ জনই হুবেই প্রদেশের। দুই জনের বাড়ি হেইলংজাং এবং একজন করে রয়েছে বেইজিং, হেনান, গানসুর বাসিন্দা।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এদিকে, প্রাণঘাতী এই ভাইরাস চীনের বাইরে ২৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে শুধুই চীনেই আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার। আর বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন আরও ৪০০ জন। সূত্র: সিনহুয়া, সিএনএন
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar