মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ৩০ জুন ২০১৮ | ৬:৩৪ অপরাহ্ণ
সারা দেশব্যাপী সাংবাদিকদের সংগঠন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশ,সাবেক আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি,আরজেএফ এর সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেকেন্দার আলম সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এবং দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার রিপোর্টার,সাবেক আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আরজেএফ এর সাবেক আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, সংগ্রাম-সফলতা-অগ্রযাত্রার ১১বছর পূর্তি উপলক্ষ্যে আজ ৩০জুন শনিবার দুপুর ১২টার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে জাতীয় কাউন্সিলের নির্বাচনী পর্বে আরজেএফ এর প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোঃ গনি মিয়া বাবুলের সভাপতিত্বে এই চূড়ান্ত কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়।