অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০১৭ | ১২:০১ অপরাহ্ণ
বাড়ির বেডরুম থেকে রান্নাঘর— সর্বত্র তাদের অবাধ বিচরণ। আরশোলাকে কেবল সুন্দরী রমণীরাই ভয় পান, তা কিন্তু নয়। আচ্ছা আচ্ছা পালোয়ানও ভিরমি খেতে পারেন বিচিত্র দর্শন এই প্রাণীটিকে দেখলে। কিন্তু আপনি কি খবর রাখেন, এই আশ্চর্য প্রাণীর অদ্ভুত সব ক্ষমতার কথা। যা তাদের বাঁচিয়ে রেখেছে কোটি কোটি বছর ধরে!
রইল আরশোলা সম্পর্কে কয়েকটি আজব তথ্য। পেস্টওয়ার্ল্ড ডট কমে প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যাচ্ছে এই চমকে দেওয়া তথ্যগুলি।
• ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির সেই গান মনে আছে? ‘মুন্ডু গেলে খাবটা কী, মুন্ডু ছাড়া বাঁচব নাকি!’ গুগাবাবা কেন, কোনও প্রাণীই তা পারে না। কেবল আরশোলা ছাড়া! হ্যাঁ, আরশোলা তাদের মাথা ছিন্ন হয়ে যাওয়া অবস্থাতেও বেঁচে থাকতে পারে। তবে অনন্তকাল নয়, সপ্তাহখানেক। এর অন্যতম কারণ, তারা নিশ্বাস নেয় শরীরের সব ক’টি ছিদ্র দিয়ে।
• আরশোলা চাইলে একটানা ৪০ মিনিট নিশ্বাস বন্ধ করে থাকতে পারে। জলের তলায় তাদের ডুবিয়ে রাখলে তারা আধঘণ্টার মতো সময় দিব্যি কাটিয়ে দিতে পারবে ওই অবস্থায়।
• কেবল নিশ্বাস বন্ধ করে দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারাই নয়, মাসখানেক পেটে দানাপানি না দিয়েই বেঁচে থাকতে পারে আরশোলা! তবে হ্যাঁ, জল ছাড়া তারা বেশিদিন টিকতে পারে না। তবে সেই সংখ্যাটাও অবাক করার মতো। এক সপ্তাহ!
• এক ঘণ্টায় আরশোলা কতদূর দৌড়তে পারে জানেন? ৩ মাইল! হ্যাঁ, চাইলে এতদূর পথ তারা দৌড়ে পেরিয়ে যেতে পারে ১ ঘণ্টাতেই। সুতরাং বুঝতেই পারছে আপনার সাধের ফ্ল্যাট বা বাড়ির আনাচে কানাচে রোগজীবাণু পৌঁছে দেওয়ার কাজটা এরা কত দ্রুত করতে পারে।
• জার্মান আরশোলা মাত্র ৩৬ দিনেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়! আরশোলার যত প্রজাতি সারা পৃথিবীতে আছে, তাদের মধ্যে সবচেয়ে পরিচিত এই আরশোলাই।
• মাত্র একদিনের আরশোলার কীর্তি শুনুন এ বার। এই ছানারা জন্মেই এমন গতিতে ছুটতে পারে, যে অনায়াসে টক্কর দেবে বাবা-মা’কে!
• আরশোলা এই পৃথিবীতে কতদিন ধরে টিকে আছে, জানেন? ২৮ কোটি বছর! আজ্ঞে হ্যাঁ, এতদিন ধরেই তারা দিব্যি রয়েছে আমাদের এই নীল গ্রহে। ডাইনোসরের মতো অতিকায় প্রাণীরা কালের গহ্বরে তলিয়ে গেলেও এরা কিন্তু টিকে গিয়েছে অনায়াসে।
• সবশেযে বলি একটি বিশেষ প্রজাতির আরশোলার কথা। দক্ষিণ আমেরিকায় এদের দেখা মেলে। এরা লম্বায় ৬ ইঞ্চি। তবে ডানা মেললে ১ ফুট! চমকে উঠলেন নিশ্চয়ই। ভাবুন তো, ওরকম একটা আরশোলা ঘরে ঢুকে ডানা মেলে উড়তে শুরু করলে কী হবে! ভাগ্যিস এদের দেখা এ দেশে মেলে না।