অনলাইন ডেস্ক | ১৪ এপ্রিল ২০১৭ | ১২:০৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে প্রত্যাশিত ফল এনে দিতে পারেননি এদগার্দো বাউসা। যার কারণে তার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবে তিনি মেসিদের নিয়ে ব্যাপক আশাবাদী। তার বিশ্বাস, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা। মঙ্গলবার গণমাধ্যমের কাছে আর্জেন্টিনাকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন বিদায়ী এই কোচ।
তিনি বলেন, ‘ছেলেদের প্রতি আমি কৃতজ্ঞ। আর্জেন্টিনা যেন বিশ্বকাপে যেতে পারে তার দায়িত্ব এখন তাদের। আমি তাদের ভুলে যেতে চাই না। তাদের ধন্যবাদ জানাতে চাই, এই খেলোয়াড়রা যে ত্যাগ স্বীকার করে, তার মূল্য সবাই দেয় না।’
তিনি আরো বলেন, ‘একটি প্রজন্ম, তিনটি ফাইনালে হারলেও জাতীয় দলের জন্য (এখনও) নিজেদের সবটুকু ঢেলে দেয়। আমি আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপে খেলবে।,
বিদায় বেলায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বাউসা বলেন, ‘এটা আমার এবং আমার সব কোচিং স্টাফদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। এই সুযোগটা দেয়ার জন্য অনেকের ধন্যবাদ পাওনা।’
২০১৪ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা আগামী জুনে অস্ট্রেলিয়াতে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর অগাস্টে উরুগুয়ের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে তাদের।
জেরার্দো মার্তিনোর বিদায়ের পর গত অগাস্টে আর্জেন্টিনার হাল ধরেছিলেন বাউসা। তার অধীনে খেলা ৮ ম্যাচের মধ্যে দলের জয় ৩টি। সর্বশেষ বলিভিয়ার মাঠে ২-০ গোলের হারের পর বাছাইয়ে পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার পথটা হয়ে গেছে কঠিন।