মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ১৫ জুন ২০১৮ | ১০:১২ অপরাহ্ণ
ঈদের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে বাংলাদেশ সমাজ উন্নয়ন সংস্থা(বি.এস.ডি.ও) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাতে অসহয় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে।
ফরিদপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার গড়ানিয়া গ্রামে প্রায় ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে এসকল ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবু নাহিয়ান জানান,
ঈদের এই খুশীতে কেউ নতুন কাপড় পড়বে আর কেউ পড়তে পারবে না এটা মানা যায় না।আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে আজ আপনাদের মাঝে ঈদের খুশী ভাগাভাগি করে নিতে এই ঈদের পোশাক আপনাদেরকে দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সমাজ উন্নায়ন সংস্থার ফরিদপুর জেলা শাখার সদস্য লাল মিয়া,মিয়া রাকিবুল,মিরাজ ইসলাম রাজ,প্রসাদ শিকদার,আব্দুস সোবহান প্রমুখ।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এবছর বিএসডিও ঢাকা,ফরিদপুর,চাঁদপুর,যশোর, ঝিনাইদাহ,চুয়াডাঙ্গা জেলাতে অসহয়,দুঃস্থ,এতিম ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে।