মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ২৬ জুন ২০১৮ | ৬:০৬ অপরাহ্ণ
“আগে শুনুনঃ শিশু ও যুবদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬জুন মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করীম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান,আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান (আহাদ),ধলাইচর বরকতিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপ্যাল মসলেম উদ্দিন,উপজেলা যুবলীগের মহিলা নেত্রী সৈয়দা নাজনীন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।