আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ২৭ জুন ২০১৮ | ৮:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে ক্ষতিগ্রস্ত মো. মোতাচ্ছের শেখের পরিবারের মাঝে এই টিন বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষে দুই বান ঢেউটিন বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।
আরিফুর রহমান দোলন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলী, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।
গত ২২ জুন শুক্রবার আগুন লেগে কুচিয়াগ্রামের মো. মোতাচ্ছের শেখের বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।