মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ২৬ জুন ২০১৮ | ৭:৫৭ পূর্বাহ্ণ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাতে ইউএনও জয়ন্তী রূপা রায়ের হস্তক্ষেপে ২৫জুন সোমবার বাল্য বিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী আখি মনি(১৪)।সে উপজেলার পাড়াগ্রামের মোঃ আবুল বাশারের মেয়ে এবং উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে,কয়েকদিন পূর্বে উপজেলার কুসুমদি গ্রামের টুকু শেখের ছেলে মোঃ ইমরান শেখের সাথে তার বিয়ে ঠিক হয়।ঘটনার দিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলছে মর্মে ইউএনও জয়ন্তী রূপা রায় গোপন সূত্রে খবর পেয়ে উপজলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তাকে বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে তারা ঘটনার দিন বেলা ১টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত হয়ে তা বন্ধের নির্দেশ দেয় সেই সাথে প্যান্ডেল ও গেট ভেঙ্গে দেন এবং বিয়ের শাড়ি খুলে স্বাভাবিক পোশাক পড়ার জন্য ছাত্রীকে নির্দেশ দেন।পরে মেয়ের পিতার নিকট থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দিবে না এবং লেখাপড়া চালিয়ে যাবে মর্মে মুচলিকা লিখে নেন।
ছাত্রীর বাবা আবুল বাশার জানান, আমার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া আমার ভুল ছিল।আমি তাকে লেখাপড়া করতে আবারো স্কুলে পাঠাব।
বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।