মোঃ তাইজুল ইসলাম টিটন: | ১৫ আগস্ট ২০১৭ | ৫:২৪ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা বাবু বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালা শহীদ হিমায়েত স্মৃতি সংঘ ও হাজের-আসাদ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সম হিমায়েতুল ইসলাম । বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান সাবু, সৈয়দ এনামুল হক, আনসার মৃধা, কামরুল সরদার, কুদ্দুস শেখ, আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নুরুল হাসান মিয়া, শিকদার বদিরুজ্জামান হাজেরা আসাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলীমুজ্জামান বাবু শিকদারসহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।