আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ১২ সেপ্টেম্বর ২০১৭ | ৯:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবেশির হামলায় আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু জিন্নাত(৪৫) উপজেলার আড়পাড়া গ্রামের মৃত্যু বড়ো উজির মোল্যার ছেলে। ময়না তদন্ত শেষে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ গ্রামের ঈদগাহ মাঠে ওই মৃত্যু ব্যক্তির জানাজা সম্পন্ন হয়েছে।
গত ১১ সেপ্টেবর সোমবার সকাল সাড়ে ৯ টায় মো. জিন্নাত মোল্যার মারা গেছেন।
গত শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আড়পারা গ্রামে অতর্কিত হামলার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই গ্রামের মোশারফ গ্রুপ সাথে প্রতিবেশী গোলাম রাব্বনি গ্রুপের পাট বাছাই নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত শনিবার বিকেল তিনটার দিকে ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে চারজন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত মো.জিন্নাত মোল্যা ও নুরনাহারকে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নুরনাহার।
এদিকে জিন্নাত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসা অবস্থায় মারা যায়।নিহত জিন্নাত গোলাম রব্বানির সমর্থক। অন্য আহতরা হলেন, নুরনাহার(৩৮),গোলাম রব্বানি(৪৭),কামরুল মোল্যা(৪০)।
বাকী দুই আহতরা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম বলেন, থানায় মামলা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।