আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি | ১৫ জুলাই ২০১৭ | ১১:৪৫ অপরাহ্ণ
গত ১৪ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নাট্যকার শামসুদ্দিন হাসুর সভাপতিত্বে ও পৌর কমিশরার কামরুজ্জামান কদরের পরিচালনায় বক্তব্য দেন,প্রধান অতিথি প্রবীন রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহম্মেদ,বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম,এ্যাড. মিরাজ শরীফ,ইউপি চেয়ারম্যান এ.কে এম.আহাদুল হাসান আহাদ প্রমূখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিক,শ্রমজীবি, ব্যবসায়ী, কৃষক,দিনমজুর, শিক্ষক, আওয়ামীলীগ,শ্রমিকলীগ,যুবলীগ ছাত্রলীগ, নারীনেত্রী, অন্যান্য দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।