আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ২৫ আগস্ট ২০১৭ | ১১:১৮ অপরাহ্ণ
আলফাডাঙ্গা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে ফরমালিন মুক্ত মাছ পাওয়ার ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে মাছ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ তপন মজুমদার, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ প্রমূখ।
এছাড়াও উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, অনলাইন মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.আবুল বাশার, সাংবাদিক আলমগীর কবির, হারান মিত্র , মৎস্য ব্যবসায়ী,গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।