আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ১১ জুলাই ২০১৭ | ৩:৫৪ অপরাহ্ণ
গত ১১জুলাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অফিসের সভাকক্ষে পরিবার পরিকল্পনাঃ জনগণের ক্ষমতায়ন. জাতির উন্নয়ন এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মো.কাইয়ুম তালুকদার,ডা.শরিফুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আমিনুর রহমান প্রমূখ। সভা পরিচালনা করেন ডা. ফায়েকুজ্জামান। কর্ম দক্ষতায় শ্রেষ্ঠ ৫ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।তারা হলেন এফ.ডব্লিউ,এ আইরিন খানম,এফ.ডব্লিউ ভি নুরজাহান বেগম,এন.জিও হিসেবে বামানেহ ম্যানেজার নিরাপদ কর্মকারসহ ৫জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।