মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ১৮ জুলাই ২০১৮ | ৫:১০ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বয়ংসম্মপুর্ন মাছের দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার বিকাল ৩টায় উপজেলা মৎস্য কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন (১৮-২৪) জুলাই ২০১৮ উপলক্ষে সপ্তাহের ১ম দিন উপজেলা মৎস্য অফিসার এম,এম আজম আলী’র সভাপতিত্বে উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও ২য়দিন বৃহস্পতিবারে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরন,৩য় দিন শুক্রবারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা প্রামাণ্যচিত্র প্রদর্শণ ও জাতীয় মৎস্য সপ্তাহ পালন (১৮-২৪) জুলাই ২০১৮ উপলক্ষে ৩দিন ব্যাপী মেলা, ৪র্থ দিন শনিবারে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা,৫ম দিন রবিবারে বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা /বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ,৬ষ্ঠ দিন সোমবারে হাটবাজার/জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ভিডিও প্রদর্শণ এবং ৭মদিন মঙ্গলবারে জাতীয় মৎস্য সপ্তাহ পালন (১৮-২৪) জুলাই ২০১৮ মূল্যায়ণ,পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান করা হবে।
Chat Conversation End