আজকের অগ্রবাণী ডেস্ক | ১২ আগস্ট ২০১৭ | ৮:১৪ অপরাহ্ণ
দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন— ৮নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান দুলাল চৌধুরী (ঘোড়া মার্কা) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান (আনারস মার্কা), ৯নং পীরগঞ্জ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজার রহমান (আনারস মার্কা) এবং ১৩নং রামনাথপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সরওয়ার জাহান আইয়ুব (মোটরসাইকেল মার্কা)।
পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদেও সাথে দলীয় কোনো নেতাকর্মী নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।
৮নং রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম নাননু চৌধুরী, ৯নং পীরগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাষ্টার ও ১৩নং রামনাথ পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাদেকুল ইসলাম বিএসসি।