
| রবিবার, ০৭ জুন ২০২০ | প্রিন্ট
আলোচিত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ জুন) রাতে তার ফেসবুকে এমন ঘোষণা দিয়ে সুস্থ হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘শনিবার রাতে তিনি করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ জানতে পেরেছেন। তার স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।’সরোয়ার আলম বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার দুই সন্তান সুস্থ আছেন। সরোয়ার আলম ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘COVID 19 পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar