
| শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ইতালিতে প্রথম শনাক্ত হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারির শেষের দিকে। একই বছরের ২২ ফেব্রুয়ারি ৭৮ বছরের এক বৃদ্ধের মৃত্যুর মধ্য দিয়ে ইতালি হয়ে উঠেছিল ইউরোপের প্রথম করোনা মৃত্যুপুরী। গত এক বছরে মহামারিতে আশঙ্কাজনক হারে কমেছে দেশটির জিডিপি।
গত এক বছরে করোনা মহামারিতে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইতালি। দীর্ঘদিন লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। কর্মহীন লাখ লাখ মানুষ।
পরিস্থিতি সামাল দিতে ৭ লাখ ৫০ হাজার কোটি ইউরোর সহায়তা তহবিল ঘোষণা করে সরকার। কর্মজীবী ও ব্যবসায়ীদের দেয়া হয় বিভিন্ন আর্থিক সহায়তা। তারপরও গত এক বছরে ইতালিতে জিডিপি কমেছে রেকর্ড ৮ দশমিক ৯ শতাংশ।
অর্থনৈতিক দুরবস্থার লাগাম টানতে ২ লাখ ৯০০ কোটি ইউরো জরুরি অর্থ সহায়তার অনুমোদন দেয় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ ব্যবহারের খাত নির্ধারণ নিয়ে শরিক দলের তোপের মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির নেয়া নানা পদক্ষেপে নতুন স্বপ্ন দেখছেন ইতালির সাধারণ মানুষ। প্রত্যাশা আবারো ফিরবে সুদিন।
ইতালিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ৯৭ হাজার। এর মধ্যে প্রবাসী বাংলাদেশি রয়েছেন ২১ জন।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar