অগ্রবাণী ডেস্ক: | ২৯ মার্চ ২০১৭ | ৯:২৩ অপরাহ্ণ
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে আবদুর রহিম (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এলাকাবাসী জানায়, বুধবার বিকালে আশুলিয়ার নয়ারহাট বাজারে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের কর্মীদের সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয়পক্ষ গোলাগুলি শুরু করে। এতে মোয়াজ্জেম হোসেনের কর্মী আবদুর রহিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান জানান, নয়ারহাট এলাকায় গোলাগুলি হয়েছে কি না তা তার জানা নেই। তখন তিনি অভিযোগ দিতে আশুলিয়া থানায় ছিলেন বলে দাবি করেন।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে
-এলএস