সাভার প্রতিনিধি: | ১৮ মে ২০১৭ | ৩:০৮ অপরাহ্ণ
সাভারের আশুলিয়ায় ‘ব্লক রেইড’ নামে পুলিশের বিশেষ অভিযানে নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৬’শ পুড়িয়া হেরোইন, জব্দ করা হয়েছে নম্বর প্লেটবিহীন বেশ কিছু মোটরসাইকেল। তবে আটকদের পরিচয় জানায়নি পুলিশ।
বুধবার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেই ভোর রাত পর্যন্ত চলে পুলিশের এই অভিযান।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, দেশকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে পুলিশ বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। পরে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে পুলিশের প্রায় আড়াই’শ জন সদস্য ডজন দলে বিভক্ত হয়ে বাইপাইল, পবনারটেক ও ভাদাইলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায়। এসময় ছয়’শ পুড়িয়া হেরোইনসহ নয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে নম্বরবিহীন বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হবে।