ডা. ইকবাল হোসেন | ২৭ জানুয়ারি ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ
এমন একটা ব্যাংক যেখানে সাদা-কালো টাকা জমবে না, অপ্রয়োজনীয় হীরা-জহরতের লকার থাকবে না সেখানে।
এমন একটা ব্যাংক যেখানে সুদের চাপে পিষবেনা, বিপদ গ্রস্থের মন ও মগজ।
এমন একটা ব্যাংক যেখানে ম্যানেজার এর মাসিক টার্গেট নাই, হিসাব নিয়ে তটস্থ থাকবে না
ক্যাশিয়ার।
এমন একটা ব্যাংক,যেখানে সবাই তার সৎকর্মের ম্যানেজার, নিজেই নিজের হিসাবের জিম্মাদার।
এমন একটা ব্যাংক যেখানে সেবা হবে মূলধন, সুস্থ ব্যাক্তি হবে আমানতকারী; একটি সেবা বই থাকবে, সেখানে মান অনুযায়ী আপনার মূলধনের হিসাব জমা হবে।
ঘরে বা বাহিরে এমন অসংখ্য মানুষ যার সেবা প্রয়োজন। যেমন ধরুন কারও টাকা আছে কিন্তু ডাক্তারের কাছে যাবার লোক নাই,আপনি তাঁকে দুঘন্টা সময় দিলেন ;এমন অনেক অশীতিপর বয়োজ্যেষ্ঠ আছেন,যাঁর দৈনন্দিন কাজে সাহায্য প্রয়োজন (যেমন:ঔষধ কিনে দেয়া,বাজার করা, ঘর-দোর পরিষ্কার করা,কিংবা গোসল করানো ইত্যাদি),তাঁকে আপনার সামর্থ অনুযায়ী সেবা দিলেন;ছোট-ছোট শিশু তাদের সপ্তাহে দুদিন স্কুলের পড়ায় সাহায্য করলেন কিংবা আদব-কায়দা শেখালেন;ছিন্নবস্ত্র কাউকে বস্ত্রের সংস্থান করে দিলেন।।
—এসবই আপনার মূলধন। প্রত্যেকটি সেবার ভিন্ন ভিন্ন মান থাকবে,সেই হিসাবে সেবা বই এ হিসাব জমা করবেন।
এই দুনিয়ায় প্রায় এরকমই একটা ব্যাংক আছে,মুরব্বিদের সেবার জন্য।আমার দেশে সব বয়সে,সব পর্যায়েই অসংখ্য দুঃখী মানুষ আছেন, তাই আমাদের ব্যাংকে আমরা সবার জন্য কাজ করবো। কি অশীতিপর বৃদ্ধ,অসহায় মা,কিংবা বিপদগ্রস্থ শিশু সবার জন্য ব্যাংকের দরজা খোলা।
কোমলমতি ছাত্র থেকে শুরু করে যেকোনো সুস্থ মানুষ তার সেবা জমা করবে এই ব্যাংকে।
তারপর যদি কখনো প্রয়োজন হয়, নিজের জমানো মূলধন খরচ করবেন;তখন সেবা ব্যাংকের অন্য কোনও সেবা সঞ্চয়কারী আপনাকে সেবা প্রদান করবে। আর
যদি প্রয়োজন নাই পড়ে তো ভালো,একজন হৃদয়বান, ধনী মানুষ হিসাবে চলে যাবেন অনন্তের পথে। চাইলে মুগ্ধ হয়ে সেখান থেকে আপনার সম্পদের সৌন্দর্য অবলোকন করতে পারেন।
লেখক: ডা. ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |