অগ্রবাণী ডেস্ক | ০৭ আগস্ট ২০১৭ | ৯:৫৬ পূর্বাহ্ণ
রাজশাহী মহানগরীর কাজলা অক্ট্রয় মোড়ে আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মামুনুর রশীদ শান্ত (১৪)।
গতকাল শনিবার রাতে নগরীর লক্ষ্মীপুর থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শান্ত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে সে পুলিশের কাছেও ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ওসি জানান, নির্যাতনের শিকার শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আওতায় ৪১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ওসি মেহেদি জানান, গতকাল রাত ১০টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে মামুনুর রশীদ শান্তকে আসামি করে মতিহার থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।
আসামি মামুনুর রশিদ শান্তর বাড়ি শান্ত রাজশাহীর তানোর উপজেলায়। তবে নগরীর অক্ট্রয় মোড় এলাকার একটি টিনশেডের ভাড়া বাসায় শান্ত ও তার মা থাকে। শান্ত নগরীর একটি হোটেলের কর্মচারী। একই বাসায় ভাড়া থাকে শিশুটির পরিবার। ঘটনার সময় ঘরে একা পেয়ে শান্ত শিশুটিকে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটি কান্না শুরু করলে শান্ত পালিয়ে যায়। পরে শিশুটির মা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। সে এখন শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম।