অনলাইন ডেস্ক | ১৪ জুলাই ২০১৭ | ১২:০৭ পূর্বাহ্ণ
দলের কার্যনির্বাহী সদস্য শাম্মী আহমেদকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দলের জাতীয় সম্মেলনের পর আট মাস ফাঁকা থাকা পদটি অবশেষে বৃহস্পতিবার শাম্মী আহমেদকে দিয়ে পূরণ করা হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্র পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছে।
গত বছরের অক্টোবরে দলের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিন শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত এবং ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে শাম্মী আহমেদ দলের কার্যনির্বাহী সদস্য মনোনীত হন। ঘোষিত ওই কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক ছাড়াও প্রেসিডিয়াম সদস্য পদে তিনটি, সম্পাদকমণ্ডলীর আরো দুটি এবং একটি সহ-সম্পাদক এবং চার উপদেষ্টা পরিষদের বেশ কয়েকটি পদ খালি ছিল। পরে এগুলোর কযেকটি পূরণ করা হয়।
সর্বশেষ আন্তর্জাতিক সম্পাদক পদটি পূরণ হলেও এখনো তিন সভাপতিমণ্ডলী সদস্য ও দুটি সদস্যপদ ফাঁকা রয়েছে। সম্মেলনের পর ঘোষিত কার্যনির্বাহী কমিটির ২৮ সদস্যর মধ্যে দুজন পদোন্নতি পান। এর মধ্যে উপ-দপ্তর সম্পাদক হিসেবে পদোন্নতি পান বিপ্লব বড়ুয়া।