
| শুক্রবার, ০২ জুলাই ২০২১ | প্রিন্ট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর ফের বড় ধাক্কা ভারতীয় শিবিরে। এবার পায়ের চোটের কারণে আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল।
খবর অনুযায়ী, আপাতত ২ মাস মাঠের বাইরে থাকতে হবে শুভমন গিলকে। তার জায়গায় স্কোয়াডে আসছেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। যাকে বোর্ডের তরফ থেকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সময় শিন বোনে অর্থাৎ পায়ের হাড়ে চোট পান কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল। এই চোট সারাতে আপাতত তার ৮ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাহলে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন? এই মুহুর্তে দলের সঙ্গে রয়েছেন কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। এই দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে রবি শাস্ত্রী ও বিরাট কোহলিকে। ২১ বছর বয়সী গিল এখনও পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন। ৩১.৮৪ অ্যাভারেজে করেছেন ৪১৪ রান। তিনটি অর্ধশতরানসহ সর্বোচ্চ ৯১ করেছেন তিনি। আগামী ৪ আগস্ট থেকে ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar