অনলাইন ডেস্ক | ২৩ জুন ২০১৮ | ৪:৪০ অপরাহ্ণ
ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম গত বুধবার নতুন ভিডিও শেয়ারিং অ্যাপ আইজিটিভি চালু করল। যুক্তরাষ্ট্রের সান ফ্র্যানসিসকোতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষণা দিল কোম্পানিটি। এই ভিডিও শেয়ারিং অ্যাপের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউবের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করল কোম্পানিটি।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানা গেছে, নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। এর আগে ইনস্টাগ্রামে শুধু এক মিনিটের ভিডিও আপলোড করা যেত। ইনস্টাগ্রামের হোমস্ক্রিন থেকে একটি বাটনের মাধ্যমে যেকেউ আইজিটিভি অ্যাপটিতে অ্যাকসেস করতে পারবেন। এছাড়াও আলাদা আইজিটিভি অ্যাপও প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে নামানো যাবে।
প্রাথমিক অবস্থায় আইজিটিভিতে ইনস্টাগ্রাম সেলেব্রিটিদের জনপ্রিয় ভিডিওগুলোকে স্পটলাইটে রাখবে। এই অ্যাপে ব্যবহারকারীরা ফোর কে কোয়ালিটির ভার্টিকাল ভিডিও বানাতে পারবে। এই প্রসঙ্গে ইনস্টাগ্রাম সিইও কেভিন সিসট্রোম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিগত আট বছরে আমরা অনেক দূর এসেছি। এবং আমরা ব্যবহারকারীদের অনেক ধন্যবাদ জানাই যাদের কারণে আমরা আইজিটিভি লঞ্চ করতে পেরেছি।