
| শুক্রবার, ১৯ জুন ২০২০ | প্রিন্ট
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সাবেক মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ জানান, ‘অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ।
স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমার কোনো ধরনের উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফরিদপুর -৩ আসনের এ সংসদ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মোশারফের জামাতা সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল গত পরশু। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফল পেয়েছি। ওনার (ইঞ্জিনিয়ার মোশারফ) পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, কারও কোনো উপসর্গ নেই। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজেটিভ আসেনি।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar