নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর ২০১৭ | ৭:২৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার পারুলিয়া ইউনিয়নের কুমুরিয়ার ইঞ্জিনিয়ার অাবুল হোসেন মাঠে ১৬ দলীয় ইঞ্জিনিয়ার অাবুল হোসেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দৈনিক আজকের অগ্রবাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিনিয়ার এম এম অাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার ওসি এ কে এম অালীনুর হোসেন পিপিএম, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অানোয়ার হোসেন আনু প্রমুখ। খেলা পরিচালনা করেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা।
খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো আজকের অগ্রবাণী।