অগ্রবাণী ডেস্ক | ১৪ মার্চ ২০১৭ | ১১:১৬ পূর্বাহ্ণ
ইরান ‘কারার’ নামে নতুন মডেলের একটি যুদ্ধ ট্যাংক তৈরি করেছে। এতে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, লেজার রেঞ্জফাইন্ডার ও ব্যালিস্টিক কম্পিউটার। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ট্যাংক সম্প্রতি উদ্বোধন করেন।
ট্যাংটির কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী ও জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তার মতে, গাইডেড মিসাইল নিক্ষেপের ব্যবস্থা থাকায় এ ট্যাংক অত্যন্ত কার্যকর। আর এটি ইরান যদি অধিক মাত্রায় উৎপাদন করে তাহলে তা শুধু তাদের দেশেই থাকবে না এটি অন্যান্য দেশের হাতেও চলে যাবে। সে ক্ষেত্রে ইসরাইলের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।
এ যুদ্ধট্যাংক সেনাবাহিনীর কাছে হস্তান্তর ছাড়াও রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাংক কেনারও পরিকল্পনা করছে ইরান। গত বছরের এপ্রিলে ইরান ‘আকারেব’ নামে একটি যুদ্ধট্যাংক উদ্বোধন করেছিল। ওই ট্যাংকে ৯০ মিলিমিটারের কামান বসিয়ে চারজন সেনা তা চালাতে পারে।
ভিডিও:
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |