অনলাইন ডেস্ক | ০৮ এপ্রিল ২০১৭ | ১২:৪৪ অপরাহ্ণ
প্রতিরক্ষা খাতে ইসরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি করেছে ভারত। ভারতের নিরাপত্তা খাতে এত বড়সড় অস্ত্রচুক্তি এর আগে হয়নি।
ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তিতে মাঝারিপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং কমিউনিকেশন টেকনোলজি ভারতকে সরবরাহ করবে তারা। ভারতের নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে আনা হচ্ছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে চুক্তির বেশির ভাগ অংশ ভারতেই তৈরি করা হবে বলে জানিয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।
ভারত ইতিমধ্যে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা অস্ত্রগুলির আধুনিকীকরণের কাজ শুরু করে দিয়েছে। তার ওপর ইসরায়েলের সঙ্গে এত বড় অস্ত্রচুক্তি ভারতের নিরাপত্তা ব্যবস্থায় জোয়ার আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।