অগ্রবাণী ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | ১২:১৩ পূর্বাহ্ণ
রাজধানী ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল ৪টার দিকে বেড়িবাঁধ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
সূত্রে জানা যায়, আজ শনিবার বিকাল ৪টার দিকে রাজধানী ঢাকার ইসলামবাগে বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।