অনলাইন ডেস্ক | ১৩ এপ্রিল ২০১৭ | ৬:০৫ অপরাহ্ণ
নগরীর আগ্রাবাদ এলাকার হক টাওয়ার নামের একটি ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ১৪০০ পিস ইয়াবাসহ দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
এই দুই পুলিশ কনস্টেবল হলেন, নিশান চাকমা ও সুক্রৃতি চাকমা। তারা সাতকানিয়ার ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তাদের দুইজনের বাড়িই রাঙামাটি জেলায়। বৃহস্পতিবার হক টাওয়ারের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বাদি হয়ে একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন বলেন, ‘ইয়াবাসহ গ্রেফতার দুই কনস্টেবলকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।’