নিজস্ব প্রতিবেদক | ১৩ আগস্ট ২০১৯ | ৪:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদুল আযহা’র নামাজ আদায় করে সাতক্ষীরা জেলা প্রশাসক ও গোপালগঞ্জের কৃতি সন্তান এসএম মোস্তফা কামাল সোজা চলে যান সরকারি ডিসি বাঙলোতে। সেখানে কোরবানির মাংস দিয়ে সাতক্ষীরা শিশু পরিবারের এতিমদের নিজ হাতে খাওয়ান।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের আমন্ত্রন পেয়ে শিশু পরিবারের কয়েকশত এতিম শিশুরা চলে আসেন ডিসি বাঙলোতে। এতিম শিশুদের কে নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেন জেলা প্রশাসক। এতিম শিশুদের জন্য নানা রকমের খাবারের আয়োজন করেন জেলা প্রশাসন। এসময় এতিম শিশুরা পেটভরে বিরানি পোলাও খেয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে শিশু সদনের এতিম শিশু রহিম অনুভূতি প্রকাশ করে বলেন ডিসি স্যারের বাঙলোতে বসে বিরানি পোলাও খাবো এটা কখনো আশা করিনি। ডিসি স্যার অনেক বড় হৃদয়ের মানুষ। আল্লাহ পাঁক তাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দান করুন।