নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট ২০১৭ | ১২:৩৪ অপরাহ্ণ
পবীত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দর্শকদের আরো একটি চমৎকার মিউজিক ভিডিও উপহার দিতে যাচ্ছেন এই সময়ের জনপ্রিয় মডেল গ্ল্যামার গার্ল প্রিয়াঙ্কা জামান। গানটিতে কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের বেইজিষ্ট শাওন বণিক। সঙ্গীত আয়োজন করেছেন অনিম খান। শাওন জানান, ‘এটি আমার পছন্দের একটি গান। গানটির অনেক রিমেক হলেও, আমি গানটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিবেশন করার একটি ছোট্ট প্রয়াস করেছি মাত্র। আশা করি গানটির চিত্রায়ন সবার ভালো লাগবে’। এর আগে গানটি এক মুঠো ভাত ও নিরস্বার্থ ভালবাসা সিনেমায় পরিবেশন করা হয়।
গানটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাওন ও জনপ্রিয় ইউটিউবার এস কে রায়হান আব্দুলাহ। এছাড়াও তাদের সহ অভিনেতা হিসাবে কাজ করেছেন জনপ্রিয় মডেল প্রিয়াঙ্কা জামান, সিজন আনাম সহ আরও অনেকে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লুতফর রহমান ইমু। তিনি জানান, ‘আমি এর আগেও গানটির অনেক গুলো রিমেক শুনেছি কিন্তু শাওন ভাইয়ের গানটি আমাকে সেই পুরনো গানটির কথা মনে করিয়ে দিয়েছে । তারপর আমারা সবাই মিলে সিদ্ধান্ত নেই গানটির মিউজিক ভিডিও করার তার পর হুট করে আমারা শুটিং করে ফেলি। আমি কাজ নিয়ে বেশ আশাবাদী’।সহকারী পরিচালনায় ছিলেন আব্দুলাহ আল মাসুম ও কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বাধন লিজন। মিউজিক ভিডিউটি সম্পর্কে প্রিয়াঙ্কা জামান জানান, “ মিউজিক ভিডিউটিতে অভিনয় করে ভালো লেগেছে। গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজন দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ”