নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট ২০১৭ | ২:৫০ অপরাহ্ণ
প্রতিশ্রতিশীল কণ্ঠশিল্পী এস.এম সাগর শ্রোতাদের জন্য নতুন এলবাম নিয়ে হাজির হচ্ছেন। এলবামের নাম ‘দু:খ আমার বন্ধু’।এলবামে মোট গান রয়েছে দশটি। গান লিখেছেন আজিজ ইবনে গনি, বেলাল সানি, কাজী সোহাগ, মিল্টন খন্দকার। সুর করেছেন মিল্টন খন্দকার ও রাজেশ, সংগীত পরিচালনায় ছিলেন খায়েম আহমেদ, আমজাদ হাসান ও এ ফরিদ। এলবামের বুঝ মানে না অবুঝ এই মন, কেন তিন তুমি এমন করে, দয়া মায়া নাই এবং আমি অতি আপন ভাবলাম যারে গানগুলো নিয়ে এস.এম সাগর বেশ আশাবাদী।
ইতিমধ্যে তিনটি গানের ভিডিও সম্পন্ন হয়েছে। গানগুলোতে মডেল হিসেবে অভিনয় করেছেন সেলিম, রিয়া, বকুল, আইরিন।ভিডিও পরিচালনা করেছেন বকুল আহমেদ।এলবামটি এনবি মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হবে।
উল্লেখ্য ‘ভুল করেছি ভাল বেসে’, ‘শ্যাম রাখিনা’, ‘প্রেমের জোয়ার’ শিরোনামের তিনটি এলবামের মাধ্যমে কুমিল্লা বুড়িচং এর সন্তান এস.এম সাগর বর্তমানে একজন জনপ্রিয় শিল্পী হিসেবে আসন গড়ে নিয়েছেন।