অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০১৭ | ৯:৩৩ পূর্বাহ্ণ
আগামী ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
তিনি বলেন, সীমান্ত এলাকায় নির্দিষ্ট যেসব পথ (ঘাটাল) রয়েছে সেসব পথ দিয়েই বৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশি কোনো রাখাল ও ব্যবসায়ী গরু আনার জন্য কোনোভাবেই সীমান্তের জিরোলাইন অতিক্রম করতে পারবে না।
ভারতের ব্যাপারীরা জিরোলাইনে গরু নিয়ে এলে নিয়ম অনুযায়ী এদেশের ব্যবসায়ীরা তা নিয়ে আসতে পারবেন। বুধবার বিকালে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজিবি প্রধান বলেন, সাধারণত নির্বাচনের আগমুহূর্তে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ করে। আসন্ন নির্বাচনে যাতে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ দেশে আসতে না পারে সেজন্য কঠোর নজরদারি শুরু করেছি।