
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ মে ২০২২ | প্রিন্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে দলে ফিরেছেন শাদাব খান। একই সঙ্গে বুঝে নিয়েছেন সহ-অধিনায়কের দায়িত্বও। ইনজুরির কারণে এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
এছাড়া এই দলে ডাক পেয়েছেন কখনো ওয়ানডে না খেলা টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে ৪ উইকেট নেওয়া লেগস্পিনার জাহিদ মাহমুদ জায়গা ধরে রেখেছেন।
গত সিরিজের ২১ জনের দলে থাকা আসিফ আফ্রিদি, আসিফ আলী, হায়দার আলী, সৌদ শাকিল ও উসমান কাদির বাদ পড়েছেন। দল ছেঁটে ১৬ জনের করায় তারা ছিটকে গেছেন।
জানা গেছে, এই সিরিজের কোনো বায়ো-বাবল থাকছে না। তাই বড় দল বাছাইয়ের ধারা থেকে সরে এসেছে পাকিস্তান। যদিও অস্ট্রেলিয়া সিরিজেও ছিল না বায়ো-বাবল, কিন্তু কয়েকজন ইনজুরিতে থাকায় বড় করা হয়েছিল দল।
৮ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজ। আগামী ১ জুন ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন বেশিরভাগ খেলোয়াড়। হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব বর্তমানে ইংল্যান্ডে খেলছেন, তারা জুনের প্রথম সপ্তাহের কোনো এক সময় যুক্ত হবেন।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ।
Posted ২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar