
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ১১ মার্চ ২০২০ | প্রিন্ট
উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরা ইউনাইটেড কলেজ আয়োজন করতে যাচ্ছে ২০১১ থেকে ২০২০ পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের কে নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রায় আট হাজার শিক্ষার্থীর এক মিলন মেলার আয়োজন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরা ইউনাইটেড কলেজ পুনর্মিলনী আয়োজক কমিটির জানান, আমরা আশা করি প্রায় আট হাজার শিক্ষার্থীর এই মিলন মেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চমৎকার কিছু আয়োজন ও আকর্ষণীয় কিছু কাজের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। যা ছাত্র শিক্ষক ও ছাত্রীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হবে।
উত্তরা ইউনাইটেড কলেজ কর্তৃপক্ষ আরও নিশ্চিত করে, উক্ত অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবে, টিভি ও প্রিন্ট মিডিয়ার বিশেষ ব্যক্তিদের আসার কথা রয়েছে এবং সমাজের সুশিক্ষিত ও আলোচিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে তারা ধারণা করছে।
উত্তরা ইউনাইটেড কলেজর যে সকল শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য রেলস্টেশনের মাধ্যম খোলা রাখা হয়েছে। অতীব জরুরী প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে সরাসরি অফিসে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে এস রেজিস্ট্রেশন করা যাবে। ঠিকানা উত্তরা ইউনাইটেড কলেজ সেক্টর ৬, উত্তরা ঢাকা ১২৩০।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar