মাকসুদা আক্তার প্রিয়তি | ০৭ ডিসেম্বর ২০১৭ | ৭:৪৭ অপরাহ্ণ
আগ্নেয়গিরি থেকে উৎপন্ন প্রতিটা পাথর এমন আশ্চর্যজনক ভাবে ষড়ভুজাকার বা ডাইমণ্ড আকার নিতে পারে, তাও আবার পৃষ্ঠতল/ সারফেস ফ্ল্যাট/সমতল পাথরগুলোর।
দেখে মনে হতে পারে, মানুষ হয়তো একটার উপর একটা এবংপাশাপাশি নিজ হাতে বসিয়েছে যাতে মানুষ বেয়ে বেয়ে সহজেই উপরে উঠতে পারে কোন ধরনের সাপোর্ট ছাড়াই।
কিন্তু না, প্রকৃতি এতো বিস্ময়করভাবে সৃষ্টি করেছে মানুষদের উপভোগ করার জন্য। তাই হয়তো UNESCO থেকে ১৯৬৮ সালে ‘World Heritage Site’ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
উত্তর আয়ারল্যান্ড পর্যটন বোর্ড এর ছোট্ট অংশীদার হতে পেরে আমি গর্বিত, সম্মানিত!