
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ মে ২০২২ | প্রিন্ট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কক্সবাজারের সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। এরই মধ্যে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। এছাড়া সৈকত এলাকায় সতর্কতা ব্যবস্থাও নেয়া হয়েছে।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, ঈদের ছুটির পরও কক্সবাজারে এখনো প্রচুর পর্যটক রয়েছেন। সৈকতে সমুদ্র স্নানের ক্ষেত্রে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।
তিনি আরো জানান, সৈকতে আসা পর্যটকদের গোসল করতে বিভিন্ন সতর্ক বার্তা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেও সমুদ্রস্নানে নামায় পর্যটকদের সামলাতে হিমশিম খাচ্ছেন লাইফ গার্ড কর্মীরা।
মো. আমিন আল পারভেজ জানান, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া সিপিপি স্বেচ্ছাসেবক টিম, রেড ক্রিসেন্ট, স্কাউট, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে তৎপর রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, সুপেয় পানি মজুদ রাখা, উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে আনাসহ বিভিন্ন বিষয়ে পূর্বপ্রস্তুতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar