
পদ্মা ডেস্ক | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট
বাংলা সাহিত্যের অন্যতম লেখক কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। তার গল্পে বিভিন্ন সময় নির্মিত হয়েছে অসংখ্য নাটক ও চলচ্চিত্র। এবার তার আরেক উপন্যাস ‘লা পেরুজের সূর্যাস্ত’ থেকে নির্মিত হলো চ্যানেল আইয়ের নাটক। উপন্যাসের নামেই নাটকটির নাম রাখা হয়েছে। এতে উপন্যাসের অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব ও মারিয়া নূর। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ এবং নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। সম্প্রতি এর দৃশ্যধারণ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মারিয়া নূর বলেন, ‘সাহিত্যনির্ভর নাটকের প্রতি অন্যরকম দুর্বলতা রয়েছে। যখন শুনেছি রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটক, তখনই কাজটি করতে চেয়েছি। তার গল্প-উপন্যাস অনেক পড়েছি। প্রতিটি লেখায় অন্যরকম ভালোলাগার ব্যাপার থাকে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নিরব বলেন, ‘লা পেরুজের সূর্যাস্ত’ মূলত পারিবারিক টানাপোড়েনের গল্প। বেশ চমৎকার কাজ হয়েছে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শক পছন্দ করবেন- এ আশা করাই যায়।’ ঈদের দিন রাত ৯টায় নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar