অগ্রবাণী ডেস্ক | ২৮ মে ২০১৭ | ১০:৩৬ অপরাহ্ণ
স্বামী ঋণের টাকা পরিশোধ করতে অস্বীকার করায় হাসি খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, নেশাগ্রস্ত শরিফুল তার স্ত্রী হাসির মাধ্যমে গত চার মাস আগে স্থানীয় একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নেয়। প্রতি সপ্তাহে ওই ঋণের টাকা পরিশোধ করার নিয়ম থাকলেও শরিফুল রোববার কিস্তির টাকা দিতে পারবে না বলে স্ত্রীকে জানিয়ে দেয়।
এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর হাসি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পুলিশ দুপুরে ঘটনস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।