আজকের অগ্রবাণী ডেস্ক | ১৯ জুলাই ২০১৮ | ৫:২০ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার ৩৩টি কলেজে থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলো মোট ১১,৫১৮ জন শিক্ষার্থী৷ সার্বিকভাবে পাশ করেছে ৬৭৩৩ জন যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন৷ অকৃতকার্যের খাতায় নাম লিখিয়েছে ৪৭৮৫ জন৷
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোপালগঞ্জ জেলার পাশের হার ৫৮ দশমিক ৪৬ শতাংশ।
বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন৷ লাল মিয়া সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন৷ রামশীল কলেজ থেকে ৩ জন৷আরো অনান্য শিক্ষাপ্রতিষ্ঠান মিলে এবারে এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলা থেকে জিপিএ-৫ পেয়ছে ৩৫ জন শিক্ষার্থী
উল্লেখ্য, এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার কমে ৬৬ দশমিক ৬৪ শতাংশ৷ গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন।
সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।