অনলাইন ডেস্ক | ২১ মার্চ ২০১৭ | ৮:৪৪ অপরাহ্ণ
দেশের প্রযুক্তিপণ্যের বাজারে এসেছে এইচপি ব্রান্ডের ৩৪৮ জি৪ সিরিজের নতুন কোর আই ফাইভ ল্যাপটপ।
স্মার্ট টেকনোলিজিস পরিবেশিত বিজনেস সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর ফোর র্যাম, ১৪.১ ইঞ্চি ফুল এইচডি এন্টিগ্লেয়ার ডিসপ্লে, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ডিভিডি রাইটার, ব্লুটুথ, গিগাবিট ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৪৬৫০০ টাকা।
এই সিরিজের ল্যাপটপের সবচেয়ে আকর্ষণীয় ফিচার ৭২০০ আরপিএম স্পীডের ১ টেরাবাইট হার্ডড্রাইভ। প্রায় একই কনফিগারেশনে একই সিরিজের কোর আই থ্রি এবং কোর আই সেভেন ল্যাপটপও বাজারে পাওয়া যাচ্ছে।
ল্যাপটপগুলোর সাথে ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি টি-শার্ট।