অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর ২০১৭ | ৫:৩৪ অপরাহ্ণ
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ জানিয়েছেন, তার বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে। যদিও বিয়ের খবরটাও তার মুখ থেকে জানা গেল একইসঙ্গে। একারণে বিয়ের খবর প্রকাশের আগেই প্রসূনের ডিভোর্সের বিষয়টি প্রকাশ হলো।
গতকাল তিনি সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ১৯শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে তার বিয়ে হয়। বর অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সান। অনেক দিনের সম্পর্ক ছিল তাদের মধ্যে। পরিবারকে না জানিয়েই তাদের বিয়ে হয়। বিয়ের বিষয়টি গণমাধ্যমেও আসেনি ওইভাবে। স্বামীর ইচ্ছাতেই এটা গোপন রাখা হয়।
প্রসূন জানিয়েছেন, তার স্বামীর ইচ্ছায় এই বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে তা কার্যকর হতে পারে। তিনি বলেন, সে যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে, সেখানে আমার কী বলার থাকে? তবে এখনো সিদ্ধান্ত বদলের কিছু সময় আছে। যদি সে সিদ্ধান্ত পাল্টায়, আমি হয়তো অনেক সুখী হব। আর ডিভোর্সের খবর তিনি জানতে পেরেছেন স্বামী মোহাইমিনের কাছ থেকেই। প্রসূন বলেন, আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। জানি না সংবাদটা মা-বাবা কীভাবে নিতে পারবেন। আমি চাই না এমন কিছু ঘটুক, যা আমার মা-বাবা-ভাইকে কষ্ট দেয়।