
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০২ জুলাই ২০২২ | প্রিন্ট
বাংলাদেশ টেলিভিশনে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। এ অনুষ্ঠানের মাধ্যমে একই মঞ্চে দেখা যাবে আলোচিত খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক ওমর সানী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মামনুন ইমন ও কুসুম শিকদার। শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো এ আয়োজনে থাকবে নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও ভরপুর আড্ডা। এতে ডিপজল ও ওমর সানীর সঙ্গে আরো অংশ নেবেন নিপুণ, শবনম বুবলী, তানজিন তিশা, ইমরান, কনা ও নিশিতা বড়ুয়াসহ অনেকে। তারা সবাই বিভিন্ন পারফরম্যান্স দিয়ে দর্শক মাতাবেন।
এছাড়াও গেম শো’র পাশাপাশি বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল। থাকছে আরো আকর্ষণ। অনুষ্ঠানে ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে তিনটি গানের কোলাজে নাচবেন বুবলী ও তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া।
‘তারার মেলা’ প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। তিনি বলেন, সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি।
‘তারার মেলা’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar