হেলেনা জাহাঙ্গীর, ডাইরেক্টর এফবিসিসিআই | ১৬ আগস্ট ২০১৭ | ১০:১৭ পূর্বাহ্ণ
যত কথাই বলি না কেন আমরা একজন আনিসুল হককে ভালবাসি। গণমাধ্যমের মানুষ হিসাবে, ঢাকা উত্তরের নগর পিতা হিসাবে এই আধুনিকচেতা ব্যক্তিত্বকে সম্মান করার অযুত দিক আছে। আমি নিজেও গেলবারের মেয়র নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলাম। অনিবার্য কারণে আমি প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করে নিই। পরে ওই মানুষটিকে সমর্থন করি। আজো তাঁকে সমর্থন করতে চাই। ফিরে আসুক প্রাণের ঢাকায়– ঠিক সেই আগের মতো করে। তাঁকে হেরে গেলে চলবে না। বাঁচতেই হবে আপানাকে প্রিয় আনিস ভাই ! আপনার জীবনটার জন্য অনেক অনেক সমর্থন। সজ্জন চরিত্রের আনিসুল হকের জন্য আসুন প্রার্থনা করি। লোকটাকে দরকার আছে সবার।
(ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব আনিসুল হক গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সবাই দোয়া করবেন)
হেলেনা জাহাঙ্গীর, ডাইরেক্টর এফবিসিসিআই ।