
নাসরীন সুলতানা... | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | প্রিন্ট
চৈতালী সন্ধা শেষে বসে বসে-
অলস… চিন্তামগ্ন একাকী আবেগে
ভাবছি নিরন্তর- সারাক্ষন
এমন সময় আসবে জীবনে
ভাবনায় আসেনি তো কখনো!
আনমনে চা’এর কাপে চুমুকে চুমুকে
যখন খুঁজে ফিরি সেই সোনালী অতীত,
আপন অতীত আর একান্ত সব অনুভব ………
বিষন্ন ভাবনার জগত শূন্যতায়
ভরে ওঠে মনোপ্রাণ।
সারা বিশ্ব আজ বড় অসহায় নিয়তীর কাছে,
সৃষ্টিকর্তাই একমাত্র দিতে পারে মানবের কল্যাণ।
একী কঠিন জগতের মহিমা
স্বজন,পরিজন-এমনকি-
দুরে থাকতে হচ্ছে বাবা-মার!
বিশ্বব্যাপী মহামারী..
মৃত্যু অগনন- মানুষ হাজার হাজার,
সৃষ্টিকর্তার দয়া বিনে কী আর করতে পারি?
বসন্ত কাটলো মন্দের ভালো..
চৈতালী সকাল-সন্ধা কাটে-
বড্ড এলোমেলো!
হে মহান প্রভূ মহামারী তুলে নাও..
তোমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে মাফ করে দাও।
চৈতালী সন্ধায় বসে বসে
চিন্তমগ্ন সময় কাটাই!
আমি শুধু একটু সুস্হ্যতা,সস্তি,শান্তি চাই,
আমরা যেনো নিজের মাঝে..
নিজেই আবার সস্তির জীবন ফিরে পাই।
২০/০৩/২০২০ ঢাকা–১২০৭
Posted ৯:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar